Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও বিডিপির দায়িত্ব

আনসার বিডিপির দায়িত্ব

১। প্রধান দায়িত্ব :-

ক) দেশের আর্থ সামজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যানমূলক কাজে অংশ গ্রহন করা।

খ) আইন শৃংখলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করা।

গ) সরকার কর্তৃক, সময় সময় নির্ধারিত যে কোন দায়িত্ব পালন করা।

২। সরকার কর্তৃক প্রনীত নীতিমালা এবং তৎকর্তৃক সময় সময় প্রদত্ত নিদের্শ ও আরোপিত শর্ত সাপেক্ষে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য/সদস্যাগণ অস্ত্র গোলাবারুদ বহন ও ব্যবহার করতে পারবে।

৩। আইন শৃংখলা রক্ষা

ক) গ্রামের খারপ লোকদের চরিত্র সংশোধন করা এবং তাদের উপর নজর রাখা।

খ) চুরি, ডাকাতি, খুন, বেআইনি অস্ত্র ব্যবহার, চোরাচালান, খারাপ কাজ এসব দমন করা।

গ) সরকারি মালামাল দেখাশুনা করা।

ঘ) প্রয়োজনে গ্রাম পাহারা দেয়া।

ঙ) আইন শৃংখলা রক্ষায় পুলিশকে, চোরাচালান, দমনে বিডিআরকে সাহায্য করা এবং খবরাখবর দেয়া।

চ) গ্রামের ঝগড়া বিবাদ মিমাংশা করা এবং শান্তি রক্ষা করা।

৪। গ্রাম উন্নয়ন

ক) গ্রামবাসীদের একত্রিত করে তাদের মধ্যে ভাল সম্পর্ক তৈরা করা, গ্রামের শান্তি রক্ষা  এবং উন্নয়নের জন্য একে অপরকে সাহায্য করা।

খ) গ্রামকে নিরক্ষর মুক্ত করা প্রয়োজনে গণশিক্ষার বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করা।

গ) গ্রামের সবার জমিতে বেশি ফসল আবাদের জন্য পানি সেচ, ভালভাবে চাষ, সার ব্যবহার, ভাল জাতের বীজ ব্যবহার এসবের ব্যবস্থা করা।

ঘ) গ্রাম বেশি করে গাছপালা লাগানো।

ঙ)গ্রামে রাস্তা ঘাট পুল সেতু তৈরী এবং মেরামত।

চ) সবার বাড়িতে স্বাস্থ্য সম্মত শৌচাগারের ব্যবস্থা।

ছ) সব পরিবারের সন্তান সংখ্যা ২ এ সিমীত রাখা।

জ) বিপদ-আপদে অসুস্থতায় একে অন্যকে সাহায্য করা।

৫। বাধ্যতামূল কাজ-

ক) মাসে কমপক্ষে ২ জন পুরুষ বা মহিলাকে পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি এবং ৫ জনকে অস্থায়ী পদ্ধতি গ্রহন করানো।

খ) মাসে কমপকেক্ষ ৫জন পুরুষ বা মহিলাকে নিরক্ষরমুক্ত করা এবং উন্নয়নমুখী বিষয়ে জ্ঞান দান।

গ) কমপক্ষে প্রতি ৩ মাসে একবার প্রতিটি প্লাটুন পরিদর্শন এবং সকল সদস্য/সদস্যারে সাথে আলোচনা করে কাজের উৎসাহ উদ্দীপনা দান।

ঘ) সদস্য/সদস্যাদের ভাল কাজের খবর সংগে সংগে লিখিতভাবে থানা অফিসারকে জানানো।

ঙ) নিজের মাসিক কাজের বিবরন একটি খাতায় লিখে রাখা এবং তা থানা অফিসার ও প্রশিক্ষককে দেখিয়ে স্বাক্ষর গ্রহন।